সুশান্তের জন্মদিনে আবেগঘন পোস্ট শ্বেতার

বলিউডের আকাশে ধূমকেতুর মতো এসে ক্ষণস্থায়ী আলো ছড়িয়ে বিদায় নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। বেঁচে থাকলে ৪০ বছরে পা রাখতেন এই অকালপ্রয়াত নায়ক। ভক্তদের হৃদয়ে ক্ষত আজও দগদগে, আর পরিবারের কাছে তিনি এক চিরন্তন শূন্যতা।
ভাইয়ের এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ ও আবেগঘন খোলা চিঠি লিখেছেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি। শ্বেতা তার পোস্টে লিখেছেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি কি তাকে মিস করি? আমি হেসে ফেলি।’
‘কারণ যে আমার হৃদস্পন্দনের সঙ্গে মিশে আছে, তাকে কীভাবে মিস করি? আমি প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করি। আমার প্রার্থনা, নীরবতা আর হাসিতে সে মিশে আছে।’
তিনি লেখেন, ‘সুশান্ত শুধু একজন অভিনেতা ছিলেন না; তিনি ছিলেন এক অনুসন্ধানী মন, এক স্বপ্নদ্রষ্টা। তিনি আমাদের শিখিয়েছেন তারাদের দিকে তাকিয়ে প্রশ্ন করতে, সীমার বাইরে গিয়ে ভাবতে এবং সাহসের সঙ্গে ভালোবাসতে।’ ২০২০ সালের জুনে মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ।
দীর্ঘ সময় এই মৃত্যু নিয়ে নানা রহস্য ও জল্পনা চললেও, ২০২৫ সালের মার্চে সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানায়, সুশান্তের মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে আইনি ফলাফল যা-ই হোক, শ্বেতার কাছে সুশান্ত আজও এক জীবন্ত শক্তি। তার কথায়, ‘তুমি চলে যাওনি, তুমি সর্বত্র আছো।’
এমআইকে