ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল : বিবেক

বলিউডের এক সময়ের হার্টথ্রব অভিনেতা বিবেক ওবেরয়। গত কয়েক বছরে রূপালি পর্দায় তার উপস্থিতি আগের মতো নিয়মিত নয়। আর এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে বিনোদন পাড়ার অনেকেই মনে করতেন, ভয়াবহ এক দুর্ঘটনার আঘাতেই হয়তো অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে সেই দুর্ঘটনা এবং ক্যারিয়ার নিয়ে মুখ খুলেছেন 'সাথিয়া' খ্যাত এই তারকা।
সম্প্রতি এক বিবৃতিতে বিবেক জানান, ২০০৪ সালে 'যুবা' ছবির শুটিং চলাকালীন এক ভয়াবহ বাইক দুর্ঘটনার শিকার হন তিনি। সেই আঘাতে তার পা তিন জায়গায় ভেঙে গিয়েছিল। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, অস্ত্রোপচারের মাধ্যমে তার পায়ে ১৮ ইঞ্চির একটি টাইটানিয়াম রড বসাতে হয়।
অভিনেতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন সহকর্মী অজয় দেবগন এবং অভিষেক বচ্চনকে, যারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এমনকি সেই খবর শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক মণিরত্নমও।
নিজের শারীরিক ও মানসিক লড়াইয়ের বর্ণনা দিয়ে বিবেক বলেন, ‘ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। অনেকেই মনে করেন সেই দুর্ঘটনার কারণেই আমি কঠিন চরিত্রে অভিনয় করতে পারছি না বা ইন্ডাস্ট্রি ছেড়েছি। কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। শারীরিক ও মানসিকভাবে সেই সময়টা কাটানো চ্যালেঞ্জিং ছিল ঠিকই, কিন্তু হাল ছাড়িনি।’
তিনি আরও জানান, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফিজিওথেরাপিস্ট ডক্টর অনিল ইরানি এবং তার টিমের অক্লান্ত পরিশ্রমে মাত্র তিন মাসের মাথায় আবারও হাঁটতে শুরু করেন তিনি। চোট গুরুতর হওয়া সত্ত্বেও তিনি বড় পর্দায় দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্য করতে সক্ষম হন।
বিবেক আরও বলেন, ‘পেছনের দিকে তাকালে হয়তো মনে হতে পারে দুর্ঘটনাটি বাধা ছিল। কিন্তু সঠিক চিকিৎসা আর মনের জোর আমাকে 'ওমকারা', 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা', 'মিশন ইস্তাম্বুল', 'প্রিন্স' কিংবা 'কৃষ'-এর মতো চ্যালেঞ্জিং ছবিতে কাজ করার শক্তি জুগিয়েছে। কোনো কিছুর সঙ্গে আপস না করেই আমি নতুন উচ্চতায় পৌঁছাতে পেরেছি।’
এমআইকে