অস্কার থেকে ছিটকে গেল ‘হোমবাউন্ড’

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘিরে নেটিজেনদের মাঝে ছিল ব্যাপক উন্মাদনা। বিশেষ করে নীরজ ঘাওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ সিনেমাটি নিয়ে আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় চলচ্চিত্র বোদ্ধারা। তবে তালিকা প্রকাশ্যে আসতেই সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে।
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের চূড়ান্ত লড়াই থেকে ছিটকে গেছে বহুল আলোচিত এই সিনেমাটি। এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকেই ‘হোমবাউন্ড’ নিয়ে ইতিবাচক আলোচনা চলছিল বিশ্বজুড়ে। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেসি সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন।
নানা উৎসবে প্রশংসিত হওয়ায় ভারতীয়দের প্রত্যাশা ছিল, দীর্ঘ কয়েক দশকের অস্কার খরা হয়তো এবার কাটবে। কিন্তু শেষ মুহূর্তে এসে বড় এক ধাক্কা খেল দেশটির চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। গত বছর প্রযোজক করণ জোহর আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, অস্কারের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ১৫টি ছবির মধ্যে ‘হোমবাউন্ড’ শক্তিশালী অবস্থানে রয়েছে।
কিন্তু একাডেমির প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেল ভারত বাদে বাকি ১৫টি দেশের দাপট। চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার ‘বেলেন’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ় জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, জার্মানির ‘সাউন্ড অফ ফলিং’, ইরাকের ‘দ্য প্রেসিডেন্ট’স কেক’, জাপানের ‘কোকুহো’ এবং দক্ষিণ কোরিয়ার ‘নো আদার চয়েস’-এর মতো সিনেমাগুলো। এ
ছাড়া ফিলিস্তিনের ‘প্যালেস্টাইন ৩৬’ এবং তাইওয়ানের ‘লেফট-হ্যান্ডেড গার্ল’ স্থান পেলেও জায়গা হয়নি নীরজ ঘাওয়ানের ছবির। আন্তর্জাতিক সমালোচকদের মতে, প্রতিযোগী ছবিগুলোর লড়াই এবার অত্যন্ত হাড্ডাহাড্ডি ছিল। ‘হোমবাউন্ড’ ছিটকে যাওয়ার খবরটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশ প্রকাশ করেছেন ছবিটির পরিচালক, কলাকুশলীসহ অগণিত ভক্ত। আরও একবার আন্তর্জাতিক মঞ্চে বঞ্চিত হওয়ার আক্ষেপে পুড়ছে ভারতীয় সিনেমা অঙ্গন।
এমআইকে