‘ভাবমূর্তি নষ্ট করলে পরিবারের উপর তার প্রভাব পড়ে’

দীর্ঘদিনের নীরবতা ভেঙে অবশেষে প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের আনা অভিযোগ ও আইনি লড়াই নিয়ে মুখ খুললেন বলিউডের প্রখ্যাত গায়ক কুমার শানু। সম্প্রতি মুম্বাইয়ের একটি আদালত রীতা ভট্টাচার্যকে গায়কের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
গত ২১ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার পর নিজের সম্মান ও পরিবারের সুরক্ষা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন নব্বই দশকের এই জনপ্রিয় শিল্পী। কুমার শানুর বিরুদ্ধে পরকীয়া এবং অন্তঃসত্ত্বা অবস্থায় অবহেলার মতো একাধিক গুরুতর অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য।
বিভিন্ন সংবাদমাধ্যম ও ইউটিউব সাক্ষাৎকারে রীতার দেওয়া সেই সব বক্তব্যে শানুর সামাজিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয় বলে দাবি করেন গায়কের আইনজীবী। মানসিকভাবে বিপর্যস্ত কুমার শানু শেষ পর্যন্ত নিজের সম্মান রক্ষায় রীতার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন।
আদালত তার পর্যবেক্ষণে রীতা ভট্টাচার্যকে কুমার শানুর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে নিষেধ করেছেন। একইসঙ্গে গায়কের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ইন্টারনেটে থাকা বিতর্কিত সাক্ষাৎকারগুলো যেন সরিয়ে ফেলা হয়।
সম্প্রতি এক ইন্টারভিউয়ে কুমার শানু বলেন, ‘বহু দশক ধরে সম্মানের সঙ্গে কাজ করেছি। আমার নিজের একটা ইমেজ তৈরি হয়েছে। তাই আমার বিরুদ্ধে কোনো মন্তব্য ভাবমূর্তি ও সম্মান নষ্ট করলে আমার পরিবারের উপর তার প্রভাব পড়ে। এমন কিছু হোক, আমি সেটা চাই না।’
এমআইকে