‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’

দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছিল সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের হাজারো প্রশ্ন আর লুকোচুরির অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই তারকা জুটি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গুঞ্জনকেই বাস্তবে রূপ দিলেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী জেফার রহমানের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে রাফসান সাবাবকে। জেফারের ছোট ছোট যত্নও যে তার কাছে কতটা অর্থবহ, তা ফুটে উঠেছে রাফসানের কথায়।
তিনি বলেন, ‘সে যদি আমাকে এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সিগনিফিকেন্ট। তার যখন ইচ্ছে হয়, সে তখন অনেকভাবেই তার ভালোবাসাটা প্রকাশ করে এবং সেটা আমি অনেকভাবেই বুঝতে পারি।’

জেফারের ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাফসান আরও বলেন, ‘উনি একজন সংগীতশিল্পী এবং উনি যখন কাজ শুরু করেছেন, তারও অনেক পরে আমি আসলে কাজ করতে এসেছি। সো আমার জন্য তার প্রেজেন্সটা, আমার লাইফে তার এক্সিস্টেন্স।’
সংসার জীবনের এই নতুন শুরু রাফসানের পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলছে। জেফারকে নিজের অনুপ্রেরণার উৎস দাবি করে এই উপস্থাপক বলেন, ‘খুবই ভালো লাগছে। আমার এখন ইন্সপিরেশনের একটা সোর্স আছে আলাদা এবং আমি আমার ওয়াইফের কাছ থেকে অনেক কিছু শিখি, তার কাছ থেকে অনুপ্রেরণা পাই। সো এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি।’
উল্লেখ্য, জেফার রহমান দেশের প্রথম ইউটিউব ভিত্তিক সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর প্লেব্যাকেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, রাফসান সাবাব তার সাবলীল উপস্থাপনা দিয়ে জয় করেছেন দর্শকহৃদয়। এই দুই তারকার এক হওয়াকে সাধুবাদ জানাচ্ছেন তাদের ভক্ত-অনুরাগীরা।
এমআইকে