‘ইব্রাহিম অত্যন্ত নির্লজ্জ’

বলিউডের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ওরি এবং সারা আলি খানের সম্পর্কের ফাটল এখন টক অফ দ্য টাউন। শুরুতে বিষয়টি কেবল সারাকে নিয়ে কটাক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, এবার তা গড়িয়েছে সারার ভাই ইব্রাহিম আলি খান পর্যন্ত। ইব্রাহিমকে সরাসরি ‘নির্লজ্জ’ বলে সম্বোধন করে নেটপাড়ায় নতুন করে বিতর্কের ঘি ঢাললেন ওরি।
সম্প্রতি ইউটিউবার এলভিশ যাদবের একটি পডকাস্টিং শো-তে হাজির হয়ে পতৌদি পরিবারের সদস্যদের নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন ওরি। শো-তে তাকে প্রশ্ন করা হয়েছিল বলিউডের সবথেকে নির্লজ্জ ব্যক্তি কে? বিন্দুমাত্র দ্বিধা না করে ওরি উত্তর দেন, ‘এটি এক এবং একমাত্র ইব্রাহিম। কারণ ওর মতো নির্লজ্জ আর কেউ নেই বলিউডে। চাইলে তুমি ওকে তোমার শো-তেও ডাকতে পার।’
সারার সঙ্গে বন্ধুত্বের অবসান নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন ওরি। তিনি জানান, নিউ ইয়র্কে ডিনারের মাধ্যমে তাদের বন্ধুত্বের শুরু হয়েছিল। এরপর সারা তাকে পতৌদি প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেই আতিথেয়তায় ওরি মোটেও খুশি ছিলেন না।
বিদ্রূপের সুরে ওরি বলেন, ‘সেখানে আমাকে ছোলে ভাতুরে খাওয়ানো হয়েছিল, যা খেয়ে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। নিউ ইয়র্কে যে বন্ধুত্বের শুরু হয়েছিল, তা এখন পুরোপুরি শেষ।’
ওরির এমন আচরণের পর কোনো প্রকাশ্য বিবৃতি না দিলেও মুখ বুজে থাকেননি সারা ও ইব্রাহিম। দুজনেই ওরিকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। সারা এক ইঙ্গিতপূর্ণ পোস্টে ওরিকে সতর্ক করে বলেছেন, ‘বিতর্কে জড়িও না।’
এমআইকে