সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা : শুভশ্রী

কলকাতার বনগাঁর একটি মঞ্চে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তার রেশ কাটতে না কাটতেই এবার সেই ইস্যুতে কথা বলেছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলী। সম্প্রতি বনগার সেই অপ্রীতিকর ঘটনার পর নেটদুনিয়া যখন তোলপাড়, ঠিক তখনই সহকর্মীদের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন রাজ-ঘরণী।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে শুভশ্রী জানান, শিল্পীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তার মতে, ইদানীং সেলিব্রেটিরা, বিশেষ করে নারী তারকারা এক শ্রেণির মানুষের কাছে ‘সফট টার্গেট’ হয়ে দাঁড়াচ্ছেন।
সহকর্মী মিমি চক্রবর্তীর অপদস্থ হওয়ার প্রসঙ্গ টেনে শুভশ্রী বলেন, ‘বিগত কিছু সময় ধরে একটা বিষয় আমরা লক্ষ্য করছি সেলিব্রেটিরা, বিশেষ করে নারী তারকারা মানুষের কাছে খুব বেশি সফট টার্গেট হয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা কি আমরা মেনে নিচ্ছি? আমরা কি এই ধরনের আচরণের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি?’
তার কথায়, ‘যা ঘটছে তা কোনোভাবেই কাম্য নয়। আমাদের সকলের উচিত একসঙ্গে এর প্রতিবাদ করা। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকে এক একজন শিল্পী। আমরা সম্মানের জন্য কাজ করি। অবশ্যই আমরা পারিশ্রমিক পাই, কিন্তু যারা আমাদের পারিশ্রমিক দেন তারা আমাদের মাথা কিনে নেননি।’
শুভশ্রীর ভাষ্য, ‘যারা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেন, তাদের বলতে চাই এই সমাজটা আপনাদেরও। সমাজকে সুস্থ রাখার দায়িত্ব শুধু আমাদের একার নয়, এই দায়বদ্ধতা আপনাদেরও আছে। তাই যা করবেন, একটু ভেবেচিন্তে করবেন।’
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মিমি চক্রবর্তীকে হেনস্তার দায়ে অভিযুক্ত তনয় শাস্ত্রীকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। বনগাঁর সেই অনুষ্ঠানে মঞ্চে ওঠার মাত্র কয়েক মিনিটের মাথায় মিমিকে যেভাবে নামিয়ে দেওয়া হয়েছিল, তা নিয়ে এখনও টালিপাড়ায় ক্ষোভ বিরাজ করছে।
এমআইকে