রাজনীতিতে নামতেই কি গান ছাড়লেন অরিজিৎ সিং?

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এর আকস্মিক অবসরের ঘোষণায় কার্যত হতবাক তার ভক্ত-শ্রোতারা। দিন দুয়েক আগে অল্প কথায় জানিয়ে দেন সিনেমার গান থেকে সরে আসার ঘোষণা। এমন আবহে শোনা যাচ্ছে- রাজনীতিতে যোগ দিতেই নাকি এই সিদ্ধান্ত গায়কের!
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এমন কথাই উঠে এসেছে। অরিজিৎ ঘনিষ্ঠ ও পশ্চিমবঙ্গের কিছু সূত্র জানিয়েছে, অরিজিৎ সিং শুধু রাজনীতিতে যোগই দেবেন না; নিজের একটি রাজনৈতিক দলও গঠন করতে পারেন। সুত্রগুলো আরও দাবি করছে, সিনেমার গান থেকে সরে আসাটা তার জন্য এই পথ সহজ করে দেবে।
আরও শোনা যাচ্ছে, অরিজিৎ প্রথমে তৃণমূল পর্যায়ে কাজ শুরু করবেন এবং পরবর্তীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না- এমনটাও শোনা গেছে। যদিও অরিজিৎ এর পক্ষ থেকে এ প্রসঙ্গে এখনও কোনো বিবৃতি আসেনি।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরিজিৎ। লেখেন, শ্রোতা হিসেবে এত বছর আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। জানাতে চাই, প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর কোনো নতুন কাজ করছি না। এখানেই ইতি টানছি।
উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং গত এক দশকে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’ ও ‘কেশরিয়া’র মতো অসংখ্য কালজয়ী জনপ্রিয় গান উপহার দিয়েছেন। প্লেব্যাক ছাড়লেও তিনি স্বতন্ত্র কোনো সংগীত প্রজেক্ট বা কনসার্টে যুক্ত থাকবেন কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে এখনো কৌতূহল রয়ে গেছে।
ডিএ