গর্ভাবস্থার পোশাক বিক্রি করবেন আনুশকা

গত ১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। এখন মাম্মি আনুশকার সব ব্যস্ততা মেয়ে ভামিকাকে নিয়েই। অন্তঃসত্ত্বা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ছবি পোস্ট করেছিলেন এ নায়িকা। চর্চায় থেকেছে তার ‘মেটারনিটি ওয়ারড্রোব’। এবার মাতৃত্বকালীন পোশাক বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।
তার নেপথ্যে রয়েছে অবশ্য অন্য কারণ। এখান থেকে যে অর্থ উঠবে তা ‘স্নেহা’ নামে এক ফাউন্ডেশনে দান করার কথা জানিয়েছেন তিনি। এই স্বেচ্ছাসেবী সংস্থা হবু মায়েদের স্বাস্থ্য নিয়ে কাজ করে। মাতৃত্বকালীন পোশাক বিক্রির সিদ্ধান্ত নিয়ে আবারও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিলেন আনুশকা। ছবিগুলো অনলাইনে বিক্রি করবেন তিনি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আনুশকা বলেন, এটা খুব সহজ সরল পদ্ধতি, যা আমাদের আরও সহৃদয় হতে শেখায়। যে পোশাকের আর প্রয়োজন নেই, সেটি যদি আবার সার্কুলার ফ্যাশন সিস্টেমে ফেলে দেওয়া যায়, তাতে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও আর এক ধাপ এগোনো যায়। উদাহরণ হিসেবে, যদি শহরের এক শতাংশ অন্তঃসত্ত্বা নারী নতুন মাতৃত্বকালীন পোশাক কেনার পরিবর্তে পুরনো পোশাক কেনেন, তাহলে প্রতি বছর আমরা ঠিক ততটাই পানি সংরক্ষণ করতে পারব যা একজন মানুষ ২০০ বছর পর্যন্ত পান করতে পারবেন। আমরা প্রত্যেকে সামান্য সচেতন হলেই এই পৃথিবীটা সম্পূর্ণ বদলে যাবে।
পাশাপাশি এদিন ইনস্টাগ্রামে ভিডিও আপ করে আনুশকা বলেন, শহরের এক শতাংশ হবু মা মাতৃত্বকালীন পোশাক নতুন কেনার পরিবর্তে পুরনো পোশাক কেনেন, তাহলে আমরা ২.৫ লিটার পানি সংরক্ষণ করতে পারব। এই বিষয় আরও একটু সজাগ ও সচেতন হলে সামাজিক দায়িত্ববোধ জন্মাবে। পৃথিবীটা ধীরে ধীরে বদলাতে শুরু করবে। অভিনেত্রীর এই উদ্যোগকে ইতোমধ্যে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
এসকেডি/আরআইজে