কার ডাকে শ্রাবন্তীর পট পরিবর্তন?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ জুলাই ২০২১, ০৪:১৯ এএম


কার ডাকে শ্রাবন্তীর পট পরিবর্তন?

নুসরাত জাহানের পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছেন টলিউডের আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একদিকে রোশন সিংয়ের সঙ্গে তার বিয়ে ভাঙার জল্পনা, অন্যদিকে নতুন প্রেমিকের জন্মদিন পালন, বন্ধু-বান্ধবদের নিয়ে আড্ডা, সবকিছু নিয়েই এই অভিনেত্রী এখন নেটিজেনদের নজরে। আর তার মধ্যেই শ্রাবন্তীর নতুন পোস্ট- ‘দিল্লি কলিং!’ কার ডাকে পট পরিবর্তন নায়িকার? কেন এ সফর? এসব প্রশ্ন উঠেছে নেট দুনিয়ায়।

গেল বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া মন্ত্রে দীক্ষিত হওয়ার পর বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন তিনি। তবে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে হেরে গিয়েছেন তিনি। তারপর থেকে রাজনৈতিক ময়দানেও সেভাবে আর দেখা যায়নি শ্রাবন্তীকে। এরপর তার এই দিল্লি যাওয়ার পোস্ট নিয়ে ফের জল্পনা তুঙ্গে। শুক্রবার (২ জুন) নিজেই পোস্ট করে জানিয়েছেন, তিনি দিল্লি সফরে যাচ্ছেন। তবে কারণ কিছুই জানাননি।

শুক্রবার অভিনেত্রীর পোস্টে দেখা গেল ধূসর রঙের টি-শার্ট পরা অবস্থায়। ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক। চোখে রোদচশমা। কলকাতা বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন অভিনেত্রী। ব্যক্তিগত কারণে নাকি রাজনৈতিক কোনো কারণে শ্রাবন্তীর এই দিল্লি সফর? তা কিন্তু অধরাই রইল। এই বিষয়ে জানতে অভিনেত্রীকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও পাওয়া যায়নি।

 
 
 
 
 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএসএইচ

Link copied