নুসরাত-যশের পোস্টে কীসের ইঙ্গিত?

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী এবং সংসদ সদস্য নুসরাত জাহানের বৈবাহিক জীবন ও মা হওয়া নিয়ে বেশকিছু দিন ধরেই চলছে তর্ক-বিতর্ক। তার বিচ্ছেদ কিংবা নিজের বিয়েকে অবৈধ ঘোষণা করা, সবকিছু ফিল্মি দুনিয়ার গণ্ডি ছাড়িয়ে রাজনীতির বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এসবের মধ্যেই অন্তঃসত্ত্বা নুসরাত কাজ করে যাচ্ছেন। খুঁজে নিচ্ছেন সুখের পরশ।
গেল বছর এমন সময়ে 'এসওএস কলকাতা' সিনেমার মহরতে এক হয়েছিলেন নুসরাত ও যশ। সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সিনেমাটির প্রযোজক এনা সাহা ইনস্টাগ্রামে সেই মহরত অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে যশ, নুসরাত ও মিমিকে ট্যাগ করেন। নুসরাত সেটি শেয়ার করেন নিজের টাইমলাইনে। বহুদিন পরে টলিউডের দুই আলোচিত 'বিশেষ বন্ধু'কে এক ছবিতে না দেখা গেলেও এক পোস্টে ঝলমল করল দুজনের নাম।
এদিকে নুসরাত এবং যশ দু'জনেই নিজেদের ইনস্টা হ্যান্ডেলে দিয়ে যাচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্ট। কখনও সাদা-কালো ছবি দিয়ে ক্যাপশনে লিখলেন-'পরিবারে আমি সম্ভবত কালো ভেড়া, কিন্তু কিছু ভেড়া যতটা সাদা দেখায় ততটাও সাদা তারা নয়। কখনও লিখছেন 'খুশি থাকুন, কারণ ঠিক পেয়ে যাবেন'।
অন্যদিকে ফ্যান পেজ থেকে পোস্ট করা একটি ভিডিও নিজের ইনস্টা রিলে শেয়ার করেন নুসরাত। সেখানে লেখা-'যখন তোমাকে ভালবাসতে শুরু করলাম, বুঝতে পারি আমি কোনওদিনও কাউকে এতটা ভালবাসিনি।'
সূত্র : ডেইলিহান্ট
আরআইজে