তানভীর-রদিয়ার ‘চোখ জুড়ে কথা’ লিখেছেন জাহিদ আকবর

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ জুলাই ২০২১, ০১:৪১ পিএম


তানভীর-রদিয়ার ‘চোখ জুড়ে কথা’ লিখেছেন জাহিদ আকবর

দেশের জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবরের কথায় প্রায় ৬ বছর আগে ‘চাঁদের শহরে’ শিরোনামে একটি গানের সুর ও সংগীতায়োজন করেছিলেন তানভীর তারেক। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করলেন তারা।

তিনটি ভার্সনে মুক্তি পাচ্ছে গানটি। যার মধ্যে দুটি একক ও একটি দ্বৈত। দ্বৈত ভার্সনটিতে তানভীর তারেকের সঙ্গে গাইছেন প্রবাসী গায়িকা রদিয়া। যিনি দেশের কিংবদন্তী সঙ্গীতজ্ঞ ওস্তাদ মুন্সি রইসউদ্দিনের নাতনি এবং দেশবরেণ্য সংগীত পরিচালক আশিকুজ্জামান টুলুর কন্যা।

গানটি নিয়ে জাহিদ আকবর বলেন, ‘গত দুই বছরে আমি খুব কম গান লিখেছি। বন্ধু-সুরকার তানভীরের কোনো কথা ফেলতে পারি না। তাই বছর খানিক আগে ওকে এই লিরিকটা দিই। ও বেশ কয়েকটি সুর আমাকে শোনাই। আমি বলেছিলাম তুমি যেহেতু গানটির সুরকার তাই কোন সুরটি ফাইনাল করবে সেটা তুমিই ঠিক করো। সাধারণ শ্রোতা হিসেবে গানটি আমি বারবার শুনেছি। মুগ্ধতা কমেনি। আশা করি শ্রোতাদেরই একই মত হবে।’

তানভীর তারেক বলেন, ‘প্রথম গান প্রকাশের পর থেকেই রদিয়ার কণ্ঠের ভক্ত আমি। ওর কণ্ঠ ম্যাচিউরিটি আর মাদকতায় ভরা। আর টুলু ভাই তো আমাদের গুরুতুল্য। গানটির প্রমো ফেসবুকে পোস্ট দেবার পর টুলু ভাইকে আমি আমার আইডিয়ার কথা শেয়ার করি। টুলু ভাই পুরো ট্র্যাকটা পাঠাতে বলেন। শুনে পছন্দ করেন, এরপর রদিয়ার সঙ্গে প্রজেক্টটি ফাইনাল করি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

তারা আরও জানান, আগামী কোরবানির ঈদে গানটি তিনটি ভার্সনই মুক্তি পাবে সাউন্ডস অব তানভীর ও স্বাধীন মিউজিক অ্যাপে।

আরআইজে

Link copied