মেয়েকে নিয়ে সিকিম ভ্রমণে সৃজিত-মিথিলা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১০ জানুয়ারি ২০২১, ০১:১৯ পিএম


মেয়েকে নিয়ে সিকিম ভ্রমণে সৃজিত-মিথিলা

সময় পেলেই শহর ছেড়ে বেড়িয়ে পড়েন নির্মাতা সৃজিত মুখার্জি। ভ্রমণ সঙ্গী মিথিলা ও আয়রা। কিছুদিন আগেই সুন্দরবন থেকে ঘুরে এলেন। প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করতে মেয়ে আয়রাকে নিয়ে সেখানে যান তারা। 

সুন্দরবনে কাটানো মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন মিথিলা। তার ইন্সটাগ্রামে আবারও ভ্রমণের নতুন ছবি শেয়ার হয়েছে। এবার তাদের গন্তব্য সিকিম। বরফের এই স্বর্গরাজ্য ঘুরে বেড়াচ্ছেন ও বিভিন্ন ছবি শেয়ার করছেন। 

dhakapost

গত বছরের শেষে ঢাকায় আসে আয়রা। এখানে বাবা তাহসান খানের সঙ্গে ক্রিসমাস কাটিয়ে আবারও ফেরে কলকাতায়। নতুন বছর উদযাপন করে মায়ের সঙ্গেই। 

dhakapost

পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রীর বাসায় নতুন বছর উদযাপনে অংশ নেয় টলিউডের কয়েকজন তারকা। সেখানে আয়রাকে নিয়ে উপস্থিত ছিলেন সৃজিত ও মিথিলা।

কলকাতায় নতুন বছর উযাপন শেষে করেই আবারোও পাড়ি দেন সিকিমে। নতুন ছবি শেয়ার করে মিথিলা জানান, লাচুংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আর নতুন জায়গা আবিষ্কার করতে চাইছেন তারা। 

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ডিসেম্বর দুই পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে করেন সৃজিত ও মিথিলা। এরপর ২৯ ফেব্রুয়ারি বিয়ের রিসিপশন হয়।

এমআরএম

Link copied