বাড়ি ফিরেছেন কবীর সুমন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৮ জুলাই ২০২১, ১১:২৩ এএম


বাড়ি ফিরেছেন কবীর সুমন

করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুই বাংলার নন্দিত সংগীতশিল্পী কবীর সুমন। তার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্তদের মনে। কিন্তু সব উদ্বেগ কাটিয়ে কবীর সুমন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল বুধবার (৭ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে কবীর সুমন লেখেন, ‘সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাঁদের চিকিৎসকবৃন্দ, সেবকসেবিকাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।’

জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত ২৮ জুন ভোরে ভারতের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় কবীর সুমনকে। ডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে চলে তার চিকিৎসা।

এরপর হাসপাতাল থেকেই তিনি এক ভিডিওবার্তায় নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান। হাসপাতালে বসেই তিনি ফেসবুক পোস্টে লিখেছিলেন, 'হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিলেই বাড়ি চলে যাব। ফিরে যাব বাংলা খেয়াল অনুশীলন রচনা ও শেখানোয়। সেটাই আমার বাকি জীবনের কাজ, ব্রত'। অবশেষে সুস্থ হয়ে কবীর সুমন বাড়ি ফেরায় তার ভক্তদের মনে স্বস্তি ফিরে এসেছে।

আরআইজে

Link copied