উপস্থাপক খোঁজার প্রতিযোগিতা আরটিভিতে

সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, নৃত্যশিল্পীসহ আরও কত প্রতিভাই না খোঁজা হয়েছে টিভি রিয়ালেটি শো থেকে। এবার খোঁজা হচ্ছে উপস্থাপক। আর এই কার্যক্রম শুরু করছে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। ‘হোস্ট হান্ট ২০২১’ প্রতিযোগিতার মাধ্যমে সেরা উপস্থাপকদের খুঁজে নেবে তারা।
এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে যে যোগ্যতাগুলো থাকতে হবে তা হলো-শুদ্ধ উচ্চারণ, গুছিয়ে কথা বলা, নিজেকে প্রেজেন্টেবল মনে করা, আত্মবিশ্বাসী, সংবাদ বা অনুষ্ঠান উপস্থাপনায় আগ্রহ প্রভৃতি।
আর এই গুণগুলো থাকলে আপনার বিস্তারিত সুন্দরভবে উপস্থাপন করে ৩ মিনিটের একটি ভিডিও ইনবক্স অথবা ইমেইল করুন [email protected] এই ঠিকানায়।
এ উদ্যোগ প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আরটিভি সবসময় নতুন উদ্যোগ গ্রহণ করে প্রতিভাবানদের সুযোগ করে দিতে চায়। এটিও তেমনই একটি উদ্যোগ। আমি বিশ্বাস করি এ উদ্যোগের মাধ্যমে আমরা কয়েকজন প্রতিভাবানকে সবার সামনে তুলে ধরতে পারব। যারা উপস্থাপনা শিল্পকে নতুন মাত্রায় নিয়ে যাবে।’
আরআইজে