ঈদে মিম-সজলের ‘সাড়ে চব্বিশ ঘণ্টা’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৪ জুলাই ২০২১, ০৫:১০ পিএম


ঈদে মিম-সজলের ‘সাড়ে চব্বিশ ঘণ্টা’

বিদ্যা সিনহা মিম এখন দুই বাংলার জনপ্রিয় নায়িকা। তবে বিশেষ দিবস উপলক্ষে ছোটপর্দায়ও দেখা যায় তাকে। অন্যদিকে আন্দুন নূর সজলও নাম লেখিয়েছেন বড় পর্দায়। তবে নাটক-টেলিফিল্মকে ঘিরেই তার বেশি ব্যস্ততা।

এই দুই তারকাকে এবার দেখা যাবে ঈদের একটি বিশেষ নাটকে। যেটির নাম ‘সাড়ে চব্বিশ ঘণ্টা’। আহমেদ ইফসুফ সাবেরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রিপন নবী। মিম-সজল ছাড়াও এতে অভিনয় করেছেন কায়েস চৌধুরী, লিমা রহমান প্রমুখ।

বিদ্যা সিনহা মিম ঢাকা পোস্টকে জানান, অনেক আগে তিনি এই নাটকটির শুটিং করেছিলেন।

ঈদুল আজাহার সপ্তম দিন রাত ৭টা ৩০মিনিটে আরটিভিতে নাটকটি প্রচার হবে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

আরআইজে

Link copied