‘মনের শান্তি না হওয়া পর্যন্ত কোন নাটকের সেটে যাবো না’

ইউটিউবার হিসেবে প্রথম জনপ্রিয়তা পান অভিনেতা শামীম হাসান সরকার। পরবর্তীতে নাটকে নিয়মিত হোন। অল্প সময়ের মধ্যে নাটকেও জনপ্রিয় হয়ে উঠেন। পাশাপাশি চলতে থাকে ইউটিউব চ্যানেল ‘ম্যাঙ্গো স্কোয়াড’-এর কাজ।
গত বছর পর্যন্ত সারাবছর নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন শামীম। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। ধারাবাহিক নাটক ‘ব্যাচলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ শামীম বেশ খ্যাতি লাভ করেন।
এতকিছুর ভিড়ে ইউটিউবার শামীমকে পাওয়া যায়নি অনেকদিন। সাত মাস আগে পোস্ট করেছিলেন নতুন ভিডিও। এরপর ‘ম্যাঙ্গো স্কোয়াড’-এর শামীমকে পায়নি তার ভক্তরা।
সম্প্রতি তিনি ইউটিউব নিয়ে ব্যস্ত হয়েছেন আবারও। আপাতত কোনো নাটকের শুটিংয়ে যাবেন না তিনি। নতুন বছরকে নতুনভাবে সাজাবেন এই অভিনেতা। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানান এই তথ্য।
তিনি লেখেন, ‘২০২১ সালে সব পুরানো ইউটিউবার যারা ছিলো পাইওনিয়ার তারা আবার তাদের জায়গায় ফেরত যাবে! সবার গ্যারান্টি দিতে পারলাম না কিন্তু আমি আমার নিজের জায়গায় ফেরত যাবো ইনশাল্লাহ! মনের শান্তি না হওয়া পর্যন্ত কোন নাটকের সেটে যাবো না! ধন্যবাদ! সবাই দোয়া করবেন! দারূণ একটা যুদ্ধে আবার যাবে Mango Squad! I can do everything for my own squad! You can't even imagine! Let's hope for the best!’
‘ম্যাঙ্গো স্কোয়াড’-এর নতুন প্রোডাকশন নিয়ে কাজ করছেন শামীম। দর্শকদের জন্য নতুন কী আসছে তা জানতে চাওয়া হয় শামীম হাসান সরকারের কাছে। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘কাজ চলছে। কিন্তু এখুনি কিছু জানাতে চাচ্ছি না। শুটিং শেষে কাজগুলো তৈরি হোক। এরপর সবাইকে জানাবো। দর্শকদের ভালো কিছু দেয়ার চেষ্টায় আছি।’
এমআরএম