ঈদের দিন ভালোবাসার ছবি এঁকেছেন নুসরাত!

প্রেম করছেন তিনি, সে কথা সবারই জানা। দাম্পত্য জীবনের ইতি টেনে অভিনেতা যশ দাশগুপ্তের বাহুডোরে জায়গা করে নিয়েছেন। আবার হয়েছেন অন্তঃসত্ত্বা। এসব ব্যক্তিগত ইস্যুতে তিনি প্রতিনিয়তই খবরের শিরোনাম হচ্ছেন।
বলছি টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের কথা। ধর্মমতে তিনি মুসলিম। আর বুধবার (২১ জুলাই) উদযাপিত হয়েছে ঈদুল আজহা। সুতরাং দিনটি তার জন্যেও ছিল বিশেষ। এই বিশেষ দিনেই একটি ভালোবাসাময় ভিডিও শেয়ার করেছেন নুসরাত। যেন ভালোবাসায় ডুবে আছেন তিনি।
ইনস্টাগ্রামের স্টোরিতে নুসরাত শেয়ার করেছেন একটি চিত্রকর্মের ভিডিও। যেটা তিনি নিজেই এঁকেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, লাভ বার্ডসের ছবি আঁকছেন। দুটি পাখি পরস্পরের ঠোঁটে ঠোঁট রেখে আছে। আর তুলি হাতে সেখানে শেষ আঁচড় দিচ্ছেন অভিনেত্রী।
এই বিশেষ চিত্রকর্মের মাধ্যমে নুসরাত কী বোঝাতে চাইলেন? এটা কি শুধুই দুটো পাখির ছবি? নাকি যশ দাশগুপ্ত এবং তার ভালোবাসার প্রমাণ? জল্পনা চলছে নেটিজেনদের মনে। অধিকাংশের ধারণা, নিজের ভালোবাসাকে ইঙ্গিত করেই ছবিটি এঁকেছেন তিনি।
প্রসঙ্গত, নুসরাত জাহান বর্তমানে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। যদিও এই সন্তানের পিতার পরিচয় এখনো তিনি পরিষ্কার করেননি। তার প্রাক্তন স্বামী নিখিল জৈন এই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন। বাকি রইলেন যশ। তাই আপাতত তার দিকেই ইঙ্গিত।
কেআই