এবার প্রকাশ্যে আনুশকা-বিরাটের মেয়ের ভিডিও

বিষাদের বছর শেষে নতুন আলো এলো আনুশকা শর্মার কোলে। ১১ জানুয়ারি (সোমবার) কন্যা সন্তানের মা হয়েছেন এই বলিউড তারকা। খুশির খবরটি দিতে দেরি হয়নি কন্যার বাবার। এবার কন্যার চাচা বিকাশ কোহলি শেয়ার করলেন ভাতিজির ভিডিও।
ঘোষণার পর থেকে সন্তানের ছবি দেখার জন্য অপেক্ষায় আছে ভক্তরা। সেই অপেক্ষার খানিকটা অবসান ঘটলো। কন্যার দুটি তুলতুলে পায়ের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে। সেখানে বিকাশ লেখেন, ‘আনন্দে পূর্ণ আমরা, পরী ঘরে এসেছে।’
চলতি বছরের আগস্টে এই দম্পতির সন্তান আসার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তারা জানান নতুন বছরের শুরুতেই আগমন ঘটবে তাদের নতুন অতিথির।
সন্তান আগমনের খবর জানিয়ে ভারতীয় ক্রিকেটের অধিনায়ক লেখেন, ‘আজ বিকালে আমাদের কন্যা সন্তানের আগমন ঘটেছে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আনুশকা ও নবজাতক দুজনই ভালো আছে। আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো। সবার জন্য ভালোবাসা।’
পর্দর আরালে থাকলেও সামাজিক মাধ্যমে সবসময় সরব আনুশকা। বেবি বাম্প নিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। এমনকি ‘ভোগ’ ম্যাগাজিনের কাভারেও দেখা গেছে তাকে। বিরাটও সবসময় নজর রেখেছেন আনুশকার দিকে। গর্ভকালীন সময়ে নিয়মিত যত্ন নিয়েছেন স্ত্রীর।
উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির ফ্লোরেন্স শহরের ঐতিহ্যবাহী অভিজাত রিসোর্ট ‘বুর্গ ফিনিচ্চিয়াতো’তে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট-আনুশকা দম্পতি।
এমআরএম