মধ্যরাতে গান ছাড়ার ঘোষণা নোবেলের, পরে পোস্ট উধাও

ওপার বাংলার ‘সারেগামাপা’ প্রতিয়োগিতা দিয়ে দুই বাংলায় জনপ্রিয়তা পান সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সব কিছু ঠিকঠাকিই চলছিল। কিন্তু মাঝে কিছু বিতর্কিত কথাবার্তা বলে সমালোচনার মুখে পড়েন এই গায়ক।
বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে তার মন্তব্য এবং দেশের কিংবদন্তি সংগীতশিল্পী জেমস ও ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীকে নিয়ে করা পোস্টের জের ধরে দুই দেশেই ব্যাপক সমালোচিত হন গোপালগঞ্জের এই তরুণ।
গত বছরের শেষ দিকে প্রকাশিত মৌলিক গান ‘অভিনয়’ দিয়ে অবশ্য ভক্তদের ভালোবাসা কিছুটা ফিরে পান তিনি। গানটির জন্য অনেকেরই প্রশংসা কুড়ান। এরইমধ্যে ৫০ লাখের বেশি ভিডিও হয়েছে ভিডিওটির।
নোবেল এবার আলোচনায় গান ছাড়ার ঘোষণা দিয়ে! সোমবার দিনগত মধ্যরাতে (১২ জানুয়ারি) নিজের ফেসবুক পেজ নোবেলম্যান থেকে এক পোস্টের মাধ্যমে গান ছাড়ার ঘোষণাটি দেন নোবেল।
পোস্টে তিনি লেখেন, ‘এগারটা মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেবার প্রতিদান তোমরা ভালোই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে, সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্টেটাস দিয়েছি। এই তো আমার দোষ। ভাবছি গান বাজনা ছেড়ে দেবো। এতেই তো তোমরা খুশি? তবে তাই হোক বাঙালি।’
মুহূর্তেই নোবেলের সেই পোস্টের নিচে নানান মতামত দিতে থাকেন তার ভক্তরা।
ঠিক কোন বিষয়ে দুঃখ পেয়ে বা কোন আক্ষেপ থেকে নোবেল পোস্টটি দিয়েছেন তা জানার আগেই তার ফেসবুক পেজে গিয়ে দেখা যায় পোস্টটি আর নেই! হয়তো ভক্তদের অনুরোধেই নোবেল পোস্টটি সরিয়ে নিয়েছেন।
তবে ভক্তদের মনে প্রশ্ন রয়েই গেছে হঠাৎ নোবেল কেনই বা ওই পোস্টটি দিলেন আর কেনই বা ডিলিট করে দিলেন! নোবেল মুখ না খোলা পর্যন্ত ওই পোস্টের আসল রহস্য উম্মোচন হচ্ছে না!
উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের সঙ্গে বেশ কিছু গান প্রকাশের বিষয়ে চুক্তি করেছেন নোবেল। তারই অংশ হিসেবে চলতি বছর তাঁর একাধিক নতুন গান প্রকাশ পাওয়ার কথা।
আরআইজে