ইরফান সাজ্জাদের স্ত্রীর চরিত্রে মিথিলা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৬ জুলাই ২০২১, ১২:০৮ পিএম


ইরফান সাজ্জাদের স্ত্রীর চরিত্রে মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা সারা বছর জুড়েই কাজ করে থাকেন। তবে ঈদ বা বিশেষ দিনের কাজ নিয়ে একটু বেশিই আগ্রহ থাকে তার। এবারের ঈদে বেশ কয়েকটি নতুন কাজ নিয়ে হাজির তিনি।

এরমধ্যে উল্লেখযোগ্য একটি হলো নাটক ‘বিয়িং ওম্যান’। মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।

পরিচালক হাসান রেজাউল বলেন, ‘এই নাটকে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। নাটকটির গল্প ক্লাসিক্যাল ধাঁচের। যা মধ্যবিত্ত পরিবারে প্রায়ই দেখা যায়। একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন-তাই তুলে ধরা হবে এখানে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।’ 

তিনি আরও যোগ করেন, পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। যেখানে মিথিলা মাও হন। নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।

আগামীকাল (২৭ জুলাই) রাত ৮টা ৩০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।

আরআইজে

Link copied