রাম চরণ এখন করোনামুক্ত

দক্ষিণ ভারতীয় অভিনেতা রাম চরণ তেজা করোনামুক্ত হয়েছেন। তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাম চরণ নিজেই টুইট করে খবরটি জানিয়েছেন। এ সময় তার পাশে থাকার জন্য ভক্ত, পরিবার এবং সহকর্মীদের ধন্যবাদ দিতেও ভোলেননি তিনি।
পোস্টে রাম চরণ লেখেন, সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। খুব শিগগিরই আমি আবার কাজে ফিরবো। আমাকে শুভ কামনা জানানোর জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
খুব শিগগিরই এই অভিনেতা এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর রাম চরণ জানান তিনি করোনায় আক্রান্ত। তবে তার কোনো শারীরিক জটিলতা নেই এবং তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও টেস্ট করতে অনুরোধ জানিয়েছিলেন রাম চরণ।
জনপ্রিয় এই অভিনেতা সর্বশেষ গত ২২ ডিসেম্বর পর্যন্ত ‘আরআরআর’ সিনেমার শুটিংয়ে অংশ নেন। একই সময় তাকে সুস্মিতা কোনিডিলার ওয়েব সিরিজ ‘শুটআউট’-এর প্রমোশনেও দেখা গেছে।
আরআইজে