কনে বাসায় আর বর মসজিদ থেকে ‘কবুল’ বললেন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

৩১ জুলাই ২০২১, ০২:৪০ পিএম


কনে বাসায় আর বর মসজিদ থেকে ‘কবুল’ বললেন

গতকাল (৩০ জুলাই) বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল-অভিনেত্রী প্রসূন আজাদ। করোনার কারণে বাসা ও মসজিদ দুই জায়গায় আলাদা আয়োজনে সম্পন্ন হয় এই বিয়ে। প্রসূন যখন মালিবাগের বাসায় অবস্থান করছিলেন তখন বর ফারহান ছিলেন টিকাটুলি মসজিদে। দুই জায়গা থেকে দুজনের সম্মতি ও স্বাক্ষর নিয়ে এভাবেই সারা হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

প্রসূন গণমাধ্যমে বলেন, ‘ইচ্ছে ছিল মসজিদে গিয়ে বিয়ে করার। কিন্তু করোনার কারণে পরিবারের সদস্যরা কোনও লোকসমাগম করতে চাননি। বাবা ও কাজী আমার অংশটি শেষ করে মসজিদে যান। সেখানেই ফারহান রেজিস্ট্রিতে স্বাক্ষর করে। এরপর একটি প্রাইভেট কারে করে আমাকে নিয়ে যায় ফারহানের বাসায়।’

এর আগে, কোরবানির ঈদের পরের শুক্রবার (২৩ জুলাই) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল প্রসূন আজাদের। এ কারণে বাসায় সাত দিন ধরে পড়ে ছিল গায়েহলুদ-মেহদির মঞ্চ। কিন্তু চলমান বিধিনিষেধের কারণে আটকে যায় শুভ কাজ।

বর ফারহান প্রসূনের দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক। পেশায় ব্যবসায়ী ও ফার্ম হাউজের মালিক। গত ১২ জুন তাদের বাগদান হয়। এরপর থেকেই তারা বিয়ের কেনাকাটা ও প্রস্তুতি নেওয়া শুরু করেন। ঠিক করেন কোরবানির ঈদের পরই বিয়ে করবেন। অবশেষে দুজনের চার হাত এক হলো।

উল্লেখ্য, ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন প্রসূন। এরপর নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমে নিয়মিত কাজ করতে থাকেন। তবে মাঝে অভিনয়ের প্রতি অমনোযোগী হয়ে পড়েন। ‘অচেনা হৃদয়’ দিয়ে সিনেমায়ও পা রাখেন এই অভিনেত্রী। ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘সর্বনাশা ইয়াবা’। রাশিদ পলাশের ‘পদ্মাপুরান’, নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’সহ আরও কিছু সিনেমা রয়েছে প্রসূনের হাতে।

আরআইজে

Link copied