জয় শাহরিয়ারের সুরে প্রথমবার মাহতিম শাকিব

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ আগস্ট ২০২১, ০১:২৬ পিএম


জয় শাহরিয়ারের সুরে প্রথমবার মাহতিম শাকিব

এই প্রথমবার জয় শাহরিয়ারের গানে কণ্ঠ দিলেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম শাকিব। 'কমা দাড়ি' শিরোনামের গানটি লিখেছেন মারুফ হাসান, সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। সম্প্রতি স্প্ল্যাশ প্রিমিয়ার ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন মাহতিম শাকিব নিজেই।

গানটি প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, 'মাহতিম এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী। ওর সঙ্গে পরিচয় অনেক দিনের হলেও আগে গান করা হয়ে ওঠেনি। এই গানটি করে মনে হলো মাহতিমের কণ্ঠে ভালো লাগবে। ওর গায়কী আমার ভালো লেগেছে। আশা করি আমাদের যারা শ্রোতা আছেন তাদেরও ভালো লাগবে।'

মাহতিম শাকিব বলেন, ‘জয় ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমার খুব ভালো লেগেছে কাজটি করে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’

'কমা দাড়ি' শ্রোতারা শুনতে পাবেন বাংলাদেশের সকল মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

আরআইজে

Link copied