কেন হঠাৎ একথা বললেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১০ আগস্ট ২০২১, ০৭:৫৬ এএম


কেন হঠাৎ একথা বললেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি?

বেশ কিছুদিন ধরেই ‘দিদি নম্বর ১’-র একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী-কে বলতে শোনা যাচ্ছে ‘আমাদের সম্পর্কে রোমান্স আছে, অনুভূতি আছে। আবার নৈঃশব্দ্যও আছে’।

আর তখন থেকেই প্রশ্ন উঠছে এদের হলোটা কী? এই তো দু'দিন আগেও একে-অপরকে নিয়ে কুৎসা করেছেন, থানায় দায়ের করেছেন এফআইআর। তাহলে এত গদগদ প্রেম কেন?

আসলে দিদি নম্বর ১-র একটি পুরনো এপিসোড হঠাৎই ভাইরাল হয়েছে। আজ থেকে তিন বছর আগে, ২০১৮ সালে ‘পিয়া রে’ ছবির প্রচারে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী-র সঙ্গে সেটে হাজির হয়েছিলেন পিঙ্কি। আর সেখানেই রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে নিজেদের সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন পিঙ্কি। কাঞ্চনের সঙ্গে নিজের দাম্পত্যকে সাহিত্যের সঙ্গে তুলনা করে পিঙ্কি বলেন, ‘আমাদের সম্পর্কে রোমান্স আছে, অনুভূতি আছে। আবার নৈঃশব্দ্যও আছে।’

যদিও দিদি রচনাকে পিঙ্কি জানান, স্বভাবে তিনি আর কাঞ্চন একে-অপরের থেকে একদম আলাদা-- ‘দুই জন মানুষ এক ছাদের নিচে থাকে। একজন পয়েন্ট ব্ল্যাঙ্ক সত্যি কথা বলে দেয়। আরেকজন জীবনে কখনও অপ্রিয় সত্যি বলে না। আমি মুখে ওপর সত্যি কথা বলি। ও জীবনেও সেটা করে না।’

যদিও ছেলে নিয়ে তখন কোনো অভিযোগ শোনা যায়নি অভিনেত্রীর মুখে। বরং, কাঞ্চনের স্তুতিই শোনা যায়। বলেন, ‘ওমুক শপিং মল থেকে আজ বাজার করতে হবে, এই ইচ্ছে না-থাকলেই দেখবে তুমি জীবনে খুশি। আমাদের দু'জনেরই চাহিদা অল্প। আমরা তাই কাজের মধ্যে থেকে সময় বের করে ফেলি। আসলে দু’জন মানুষ যদি মানসিক ভাবে একই জায়গায় থাকে এবং তাদের ফোকাসটা ঠিক থাকে তাহলে বাচ্চাকেও সময় দেওয়া যায় এবং একে অপরকেও সময় দেওয়া যায়।’

এসএম

Link copied