মাত্র ৩৫ বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১০ আগস্ট ২০২১, ১২:৩৩ পিএম


মাত্র ৩৫ বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় মলয়ালাম অভিনেত্রী সারন্যা শশী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সপ্তাহ খানেক আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

জানা যায়, বাড়ি ফিরে শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রীর। তার শরীরের সোডিয়ামের মাত্রা অত্যাধিক পরিমাণে নেমে যায়। এরপর তাকে আবারও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সবাইকে কাঁদিয়ে সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ১০ বছর ধরে লড়াই চলে তার। এ জন্য তার শরীরে করা হয় ১১টি অস্ত্রোপচার।

২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সারন্যা শশী। এরপর থেকে রোগটির সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। আর্থিক সমস্যায়ও ভুগছিলেন। সহায্য প্রার্থনা করতে তার পাশে এসে দাঁড়িয়েছিল ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী। অবশেষে দীর্ঘ লড়াইয়ের অবসান হলো।

মলয়ালাম ইন্ডাস্ট্রিতে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন শশী। ‘মান্থারকোডি’, ‘সীতা’সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘বম্বে’, ‘থালাপাভু’সহ বেশ কিছু আঞ্চলিক সিনেমায়ও দেখা গেছে তাকে। অভিনেত্রীর মৃত্যুতে মলয়ালাম ইন্ডাস্ট্রিতে শোক নেমে এসেছে।

আরআইজে

Link copied