শোক দিবস স্মরণে বিটিভিতে শিশুতোষ অনুষ্ঠান

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১৪ আগস্ট ২০২১, ০৩:৫৪ পিএম


শোক দিবস স্মরণে বিটিভিতে শিশুতোষ অনুষ্ঠান

জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে তিন পর্বের বিশেষ ধারাবাহিক শিশুতোষ অনুষ্ঠান ‘যদি রাত পোহালে শোনা যেত’। 

জনপ্রিয় অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাহিদুল ইসলাম ও রফিকুল ইসলামসহ শিশুশিল্পীদের বিভিন্ন পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে কথা বলেছেন, জনপ্রিয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন, কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম।

মো. সাখাওয়াত হোসেনের গ্রন্থনায় অনুষ্ঠানটির প্রযোজনা করছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। অনুষ্ঠানের প্রথম পর্ব শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে প্রচারিত হয়েছে। দ্বিতীয় পর্ব শনিবার একই সময়ে প্রচারিত হবে। তৃতীয় অর্থাৎ শেষ পর্ব রোববার বেলা সাড়ে ১১টায় প্রচারিত হবে।  

আরএইচ

টাইমলাইন

Link copied