ধর্ষণের প্রতিবাদ ‘নবাব এলএলবি’

করোনা পরিস্থিতিতে এবছর সিনেমার বাজারে মন্দা। হল খুললেও নতুন সিনেমা মুক্তি নিয়ে ছিল সংশয়। তবে বছরের শেষ মাসে হল মালিকদের মুখে ফুঁটেছে হাসি।
এখন পর্যন্ত মুক্তি পেয়েছে দুটি সিনেমা। আরো দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এরমধ্যে ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘নববা এলএলবি’।
এই সিনেমা দিয়ে পর্দায় আবারো শাকিবের বিপরীতে দেখা যাবে মাহিয়া মাহীকে। এছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।
এই সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুষমা সরকার, সুমন আনোয়ার, রাশেদ মামুন অপু, কাজী উজ্জ্বল, সীমান্ত, শবনম পারভীন প্রমুখ।
শাকিব খান ১২ ডিসেম্বর নিজের নামে খুলেছেন ইউটিউব চ্যানেল। তিনি জানান, এই চ্যানেলে থাকবে তার ব্যক্তিগত বিভিন্ন ভিডিও। শাকিব প্রথম ভিডিও পোস্ট করেছেন এরইমধ্যে। যেখান তিনি নতুন সিনেমা ‘নবাব এলএলবি’ নিয়ে কথা বলেছেন।
শাকিব বলেন, ‘এরইমধ্যে সিনেমা ট্রেলর প্রকাশ হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে সবার বেশ সাড়া পেয়েছি। আমাদের সমাজে ধর্ষণ বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছি। ধর্ষণের প্রতিবাদ ‘নবাব এলএলবি’। মানুষের বিবেককে একটু হলেও নাড়া দিবে এই সিনেমা। সবাইকে জাগ্রত করার চেষ্টা করেছি। করোনার মধ্যে আমরা এই সিনেমার শুটিং করেছি। অনেক স্বল্পতা ছিল কাজের ক্ষেত্রে। কারণ করোনার অবস্থা আবারো ভয়াবহ হচ্ছে। এরমধ্যে দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি।’
এমআরএম