ঘনিষ্ঠ মুহূর্ত প্রসঙ্গে চটকদার তথ্য জানালেন উরফি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২২ আগস্ট ২০২১, ০৩:১৩ এএম


ঘনিষ্ঠ মুহূর্ত প্রসঙ্গে চটকদার তথ্য জানালেন উরফি

উরফি জাভেদ।

‘বিগ বস ওটিটি’ থেকে উরফি জাভেদ বাদ পড়ার পর নড়েচড়ে বসার মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেখানে দেখা যাচ্ছে, উরফি একটি ক্যামেরার দিকে এগিয়ে আসছেন। দর্শকদের উদ্দেশে বলছেন, ‘‘আপনাদের আমি আগেও বলেছিলাম, আবারও জানাচ্ছি। বিগ বস ওটিটির ঘরে ক্যামেরার সামনে ঘনিষ্ঠ মিলনও হয়েছে।’’ 

তার কথা শুনে অন্য এক প্রতিযোগী প্রতীক সেহজপাল এগিয়ে এসে উরফিকে বলছেন, ‘‘কী বলছ এ সব!’’ তার সুরে অবিশ্বাস লক্ষ করে উরফি বলছেন, ‘‘যখন এই সোফায় দুই বাঁদর লিপ্ত ছিল, তুমি কি ঘুমাচ্ছিলে?’’

কোন দুই প্রতিযোগীর সম্পর্কে উরফি অভিযোগ করেছেন, তা স্পষ্ট নয়। তবে, ঘনিষ্ঠ ওই দৃশ্য দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে কি না, সেই ব্যাপারে কিছু জানেন না উরফি। 

সাধারণত দর্শকদের এবং বাকি প্রতিযোগীদের মাতিয়ে রাখতেন উরফি। বিভিন্ন মজার কথা বলা বা কোনো খ্যাতনামাকে নকল করায় তার জুড়ি নেই। তবে কি এমন দাবি করার পিছনেও কেবল বিনোদনই উদ্দেশ্য? রিয়্যালিটি শো-র কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। 

এইচকে

Link copied