কাল্পনিক চরিত্র নিয়ে ‘সাদাসিধে ছোটভাই’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৮ আগস্ট ২০২১, ০৬:৪৯ পিএম


কাল্পনিক চরিত্র নিয়ে ‘সাদাসিধে ছোটভাই’

আগামীকাল (২৯ আগস্ট) থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সাদাসিধে ছোটভাই’। প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে দেখানো হবে নাটকটি। মাসুম রেজার রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, অর্ষা, মৌসুমী হামিদ প্রমুখ।

জানা গেছে, কিছু কাল্পনিক চরিত্র নিয়ে ধারাবাহিকটির গল্প এগিয়ে যাবে। তাদের জীবনের মূল গল্পের বাইরেও থাকবে ছোট ছোট কিছু গল্প। 

গল্পটা দুই ভাইয়ের। তারা আপন ভাই না হয়েও আপনের চেয়ে আপন। বড়ভাই লেখক। ছোটভাই তুমুল হাসান নাট্যকলায় স্নাতকোত্তর শেষে নাটক লেখার চেষ্টা করছে। বড়ভাই তাকে আশ্রয় দিয়েছেন। ছোটভাই রিনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। রিনা কঠিন প্রকৃতির মেয়ে। তুমুলের কোনো আচরণে বিরক্ত হলেই সে তুমুলকে তিন দিনের সাময়িক ছ্যাকার শাস্তি দেয়। ঘটতে থাকে আরও নানান ঘটনা।

আরআইজে

Link copied