টুইটারে ট্রেন্ড ‘বয়কট বলিউড’, সাইফের নিরাপত্তায় পুলিশ

পান থেকে চুন খসলেই ক্ষেপে উঠেন বলিউড দর্শকরা। সেটি কখনও জাতিগত, আবার কখনও ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য। এসব ক্ষেত্রে তারকাদেরও কোনো ছাড় নেই। অনেককে এ নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। এবার পালা সাইফ আলী খানের। সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ নিয়ে ঘটনার সূত্রপাত।
সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘তাণ্ডব’। পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। যার মূল চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। মুক্তির পর থেকে সিরিজের বিরুদ্ধে হিন্দুধর্মে আঘাত করার অভিযোগ উঠেছে। টুইটারে শুরু হয়েছে ‘বয়কট তাণ্ডব’ ট্রেন্ড। তবে এখানে থেমে নেই। ‘বয়কট তাণ্ডব’ থেকে ‘বয়কট বলিউড’-এর রূপান্তর হয়েছে এই ট্রেন্ড।
‘তাণ্ডব-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে মহারাষ্ট্রের ঘাটকোপারের বিজেপি বিধায়ক রাম কদম। তাদের মতে, সিরিজে হিন্দু দেবতা শিবকে অবমাননা করা হয়েছে। সাইফ আলী খানকে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে। শুধু তাই নয়, হুমকিও দেয়া হয়েছে সাইফকে। বলা হয় যদি হিন্দু ধর্ম বা দেবতাদের অপমান করে কিছু বানানো হয়, তবে প্রকাশ্যে জুতোপেটা করা হবে।
‘তাণ্ডব’ নিষিদ্ধ করার আবেদনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকরকে চিঠিও লিখেছেন রাম কদম। সেখানে তিনি উল্লেখ করেন, ‘এই ওয়েব সিরিজের অভিনেতা, পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত’। এছাড়াও নেটিজনরাও ব্যাপক ক্ষেপেছেন সাইফের ওপর। তারা জানান, এই ঘটনার সাইফকে জবাব দিতে হবে।
এই আতঙ্কে বাধ্য হয়ে সাইফ আলী খানের বাড়ির সামনে বসানো হয় পুলিশ পিকেটিং। এমন অবস্থায় নতুন বাড়ি পরিবর্তন করতে হচ্ছে সাইফকে। যেহেতু সময়টা সাইফের প্রতিকূলে। তাই পুলিশের নিরাপত্তায় বাড়ির জিনিসপত্র পরিবর্তন করছেন তিনি।
এমআরএম