ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শর্মিলা ঠাকুর

‘নান্দনকি চলচ্চত্রি, মননশীল র্দশক, আলোকতি সমাজ’ শ্লোগানে শুরু হয়েছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে বাংলাদেশসহ ৭৩টি দেশের ২২৭টি সিনেমা প্রদর্শনী হবে। এছাড়াও প্রতিদিন বিভিন্ন ভেন্যুতে আয়োজিত হবে বিষয়ভিত্তিক সেমিনার।
এবার সত্যজিৎ রায়কে উৎসর্গ করে একটি বিশেষ সেমিনার আয়োজিত হবে। এর শিরোনাম ‘সত্যজিৎ রায়: জাতীয় ও বৈশ্বিক’। ২০ জানুয়ারি (বুধবার) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই সেমিনার।
মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন জনাব মফিদুল হক। সেমিনারে আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিমান অভিনেত্রী শর্মীলা ঠাকুর। এছাড়াও থাকবেন ধৃতমান চ্যাটার্জী, বিচারপতি রিফাত আহমেদ এবং চলচ্চিত্র সমালোচক মঈনুদ্দীন খালেদ।
উৎসবে এবারই প্রথম সংযুক্ত হয়েছে ‘লিজেন্ডারি লিডারস হু চেঞ্জ দি ওয়ার্ল্ড' এবং 'ট্রিবিউট' নামে দু'টি নতুন বিভাগ। এরমধ্যে ‘ট্রিবিউট’ বিভাগে রয়েছে ‘সত্যজিৎ রায়: জাতীয় ও বৈশ্বিক’ সেমিনারটি।
১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বরাবরের মত এবারের উৎসবেও থাকছে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগ।
উৎসবের ভেন্যু জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার (মুক্তমঞ্চ), বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এবারের উৎসবে মিলনায়তনের পাশাপাশি অনলাইনেও চলচ্চিত্র দেখার সুযোগ রয়েছে। লাগভেলকি অনলাইন প্লাটফরমে উৎসব চলাকালীন নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখা যাবে।
এমআরএম