এবার মেগা সিরিয়ালে মিঠুন চক্রবর্তী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৫ এএম


এবার মেগা সিরিয়ালে মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী

ছোট পর্দায় মিঠুন চক্রবর্তীর আবির্ভাব নতুন নয়। এর আগেও রিয়ালিটি শোতে মহাগুরু হয়ে হাতের মুঠোয় নিয়েছিলেন টিআরপি। আর এবার সেই মহাগুরুই আসছেন ধারাবাহিকে। যার নাম ‘চিকু কি মম্মি দূর কি’।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের একটি প্রোমো। যেখানে মিঠুনকে দেখে ইতোমধ্যেই টালি দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। এই ধারাবাহিকে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন একেবারেই নিজের চরিত্রে। ধারাবাহিকের গল্প এক নাবালিকা চিকুকে নিয়ে। যে মিঠুন চক্রবর্তীর মতো ডান্সার হতে চায়। কিন্তু এই নাচের প্রতি চিকুর ভালবাসার জন্য তার জীবনে নানা ঝড় ওঠে।

dhaka post

জানা গেছে, এই ধারাবাহিকের জন্য নাকি নিজের পারিশ্রমিক কমিয়েছেন মিঠুন চক্রবর্তী। তবে এখনও পর্যন্ত প্রোমোতেই তাকে দেখা গিয়েছে। পুরো ধারাবাহিকে থাকবেন কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

ধারাবাহিকটির চিত্রনাট্য পড়ে আবেগ প্রবণ হয়ে ওঠেন মিঠুন চক্রবর্তী। ধারাবাহিকের গল্পের সঙ্গে নিজের জীবন যুদ্ধের মিল পাওয়াতেই কাজটি করতে রাজি হয়েছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে দেখা যাব মিঠুনের হিন্দি ধারাবাহিক ‘চিকু কি মম্মি দূর কি’।

এমএইচএস

Link copied