কার উদ্দেশে দেবের এমন হুমকি?

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত এক হুমকি দিয়ে বসেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দেব! তার সেই হুমকি নিয়ে শোরগোল নেট দুনিয়ায়।
এদিন ‘তুই কি চিনিস, আমি কি জিনিস?’ লেখা একটি টি-শার্ট পরে নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন দেব। আর তা দ্রতই ভাইরাল হয়ে যায়। ভক্তদের ধারণা কালো রঙের ওপর এমন কমেন্ট লেখা টি-শার্টের প্রতি অভিনেতার আলাদা দুর্বলতা রয়েছে। আর তাই এমন লেখা জুড়ে দিয়ে সেটি প্রকাশ করেছেন।
দেবের কাছে এমন পোশাকের কালেকশনও অনেক। এর আগেও তিনি একাধিকবার কমেন্ট লেখা টি-শার্ট পরা ছবি শেয়ার করেছেন। যা তার ভক্তদেরও নজর কেড়েছে। এবারও সেই কাজই করেছেন।
দেব সম্প্রতি রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ সিনেমার শুটিং শেষ করেছেন। আসছে শীতেই সিনেমাটি মুক্তি পাবে। এতে দেবের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। আরও রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া প্রমুখ।
আরআইজে