এমন হৃতিককে আগে দেখেছেন?

‘বলিউডের গ্রিক গড’ শব্দটি শুনলেই যার কথা প্রথম মাথায় আসে তিনি হৃত্বিক রোশন। হৃত্বিক এমন একজন অভিনেতা যিনি তার অভিনয় দক্ষতার জন্য যতটা জনপ্রিয়, ঠিক ততটাই জনপ্রিয় সুন্দর চেহারা ও নাচের জন্য।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হৃত্বিক, মাঝেমধ্যেই নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। ১৯ ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন হৃত্বিক। ছবিতে তার পেশিবহুল বাহু দেখা যাচ্ছে। সেই বাহুতেই ফ্লন্ট করছেন অভিনেতা।
ছবিটির ক্যাপশনে হৃত্বিক লেখেন, ‘বলো বলিউড বাইসেপের জয় (অল দ্য বলিউড বাইসেপ)’। হৃত্বিক আরও বলেন, এই বাইসেপ কোনও সাধারণ বাইসেপ নয়, এটি বলিউড। অভিনেতার এ ছবিতে আগুন পাঠান আরেক অভিনেতা টাইগার শ্রফ। হৃত্বিকের মতো তারও নাচের প্রশংসা সর্বত্র।

সম্প্রতি অভিনেতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শ্যুট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। যেখানে হৃত্বিক রোশনকে দেখা যাচ্ছে একটি কালো টি-শার্ট ও খাকি প্যান্টে। যে জিনিসটা হৃত্বিক ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছে তা হল প্রতিটি ছবির সঙ্গে লেখা ক্যাপশন। যেমন, প্রথম ছবিতে হৃত্বিক লিখেছেন, ‘অ্যাকশনের জন্য প্রস্তুত’। ঠিক তারপরের ছবিতে হৃত্বিক লেখেন, ‘কাম অন পাঞ্চ মি’। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে তাহলে নতুন কোনো অ্যাকশন ছবির প্রস্তুতি শুরু করলেন হৃত্বিক! তবে শেষের ছবিটি হৃত্বিক নিজেই তুলেছেন। সেই সেলফিতে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘My partner, Mr. Blue steel. With my other fav Mr. Grey. Reunited again’। এই ছবির ক্যাপশনটি বেশ অন্যরকম। ছবির ক্যাপশনে হৃত্বিক রোশন সম্ভবত হলিউডি ছবি Zoolander-এর অভিনেতা বেন স্টিলারের বিখ্যাত উক্তিকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তবে ‘মিস্টার গ্রে’ কে?
অনুমান করা যায় এই উক্তিটির মাধ্যমে এটি হৃত্বিক রোশনের চুলের রঙের কথা বলেছেন। হৃত্বিকের শেষ অ্যাকশন ফিল্ম War-এ অভিনেতাকে দেখা গিয়েছিল সল্ট অ্যান্ড পেপার হেয়ার স্টাইলে। ওই ছবিতে হৃত্বিকের লুক বেশ জনপ্রিয় হয়। হৃত্বিক এমনই এক অভিনেতা যাকে যে কোনো লুকেই মানিয়ে যায়। ইনস্টাগ্রামে প্রোফাইলে তাঁর শেয়ার করা ছবিগুলি আরও একবার সেকথাই প্রমাণ করে দিল।
হৃতিক রোশনকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অ্যাকশন ছবি War-এ। সেই ছবিতে তার সহ অভিনেতা ছিলেন টাইগার শ্রফ। হৃত্বিককে এরপর দেখা যাবে Fighter-এ। এ সিনেমায় তিনি প্রথমবার জুটি বাঁধবেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। এছাড়াও ছবিতে দেখা যাবে সাইফ আলি খানকেও। সুপারহিট তামিল ছবি বিক্রম ভিদা অফিশিয়াল হিন্দি রিমেক এটি।
এসএম