চার শতাধিক মৌমাছির কামড়ে জ্ঞান হারালেন অভিনেতা

ধারাবাহিক নাটক ‘জমিদার বাড়ি’র শুটিংয়ে মৌমাছির আক্রমণের শিকার হয়েছেন শিল্পীরা। এরমধ্যে আহত হয়েছেন ১৭ জন। গুরুতর অবস্থায় রয়েছেন অভিনেতা মিলন ভট্টাচার্য। ১৮ জানুয়ারি (সোমবার) মানিকগঞ্জের বেথিলা জমিদার বাড়িতে এই ঘটনা ঘটে।
চার শতাধিক মৌমাছি কামড় দিয়েছে মিলনকে। তার পাঞ্জাবি ও ধুতির মধ্যে মৌমাছি ঢুকে পড়ে। একসময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এমন অবস্থায় তাকে দ্রুত মানিকগঞ্জের একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানা যায়। মিলন ছাড়া বাকিদের অবস্থা অনুকূলে রয়েছে।
নাটকটির নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল জানান, শুটিং চলাকালীন হঠাৎ মৌমাছির আক্রমণের মধ্যে পড়েন তারা। সকাল ১০টায় শুটিং শুরু হয়। কিছুক্ষণ পর পাশের একটি বাড়ি থেকে অনেক হইচই শুনে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এরপর বিশাল এক মৌমাছির দল শুটিংয়ের দিকে ছুটে আসে। ক্যামেরা লাইট রেখে যে যার মত দৌড়াতে থাকে। অনেকে রূপসজ্জাকক্ষে আশ্রয় নেন।
কিছুক্ষণের মধ্যে পুরো জায়গা মৌমাছির দখলে চলে যায়। এরপর আগুন জালিয়ে ধোঁয়া তৈরি করা হয়। এতে মৌমাছি চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। পরবর্তীতে বিকেল ৪টায় আবারও শুটিং শুরু হয়।
বৈশাখী টেলিভিশনে ‘জমিদার বাড়ি’ নাটকটি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হয়। নাটকটি রচনা করেছেন টিপু আলম ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। এতে অভিনয় করেছেন সরকার মনোজ সেন গুপ্ত, শম্পা রেজা, আ খ ম হাসান, নাদিয়া মীম, শিল্পী সরকার অপু, সুব্রত, মোমেনা চৌধুরী, মিলন ভট্টাচার্য, সিফাত, ইমতু, রাশেদ মামুন অপু, চন্দন চৌধুরীসহ অনেকে।
এমআরএম