‘প্রিয়জন’ নিয়ে হাজির এস ডি সাগর

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৭ পিএম


‘প্রিয়জন’ নিয়ে হাজির এস ডি সাগর

প্রকাশ পেলো এই সময়ের গায়ক এস ডি সাগরের নতুন গান ‘প্রিয়জন’। ইমতিয়াজ মেহেদী হাসানের কথায় গানটির সুর দিয়েছেন এস এম সোহেল। সংগীতায়োজনে কণ্ঠশিল্পী নিজেই। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে গানটি প্রকাশিত হয়েছে।

গানটি নিয়ে এসডি সাগর বলেন, ‘গতানুগতিক ধারার বাইরের কথায় গানটি সাজানো। নিজের সর্বোচ্চটা দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সম্মিলিত প্রয়াস সার্থক হবে।’

গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, “এক সংজ্ঞাহীন অনুভূতির নাম ‘প্রিয়জন’। তাকে ঘিরে মানবমনে কতশত কল্পনা, কতশত গল্পের বুনন। চেষ্টা করেছি শব্দশৈলী দিয়ে গানটিতে একজন প্রেমিকচিত্তের চিত্র অংকন করতে।”

উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং পাস করলেও এস ডি সাগরের ভালো লাগা ভালোবাসার সবটুকু জুড়ে গান। ২০১৫ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘সংশয়’। কণ্ঠ দিয়েছেন প্রায় এক ডজন মিক্সড অ্যালবামে। তবে সবচেয়ে বেশি আলোচিত হন ‘বল না তুই বল না’ গানটির জন্য। গান গাওয়ার পাশাপাশি সুরকার-সংগীত পরিচালক হিসেবেও কাজ করে যাচ্ছেন সাগর।

আরআইজে

Link copied