আমি নির্বাচন করুম, আমিই জানি না: ডিপজল
আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অংশ নিচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল, এমন গুঞ্জন চলছে কয়েকদিন ধরে। শোনা যাচ্ছিল জায়েদ খানের প্যানেলে নির্বাচন করবেন এই খল অভিনেতা। কিন্তু বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে ডিপজল বিষয়টি একেবারে নাকচ করে দিলেন। বললেন, 'আমি নির্বাচন করুম, আমিই জানি না।'
ডিপজল বলেন, 'আমি নির্বাচন করুম আর আমিই জানি না, এইডা কেমুন কথা? আমার সাথে কেউ কথা না কইয়া নিউজ ছাপায় কিভাবে, আমার সাথে কথা কইলেই তো জিনিসটা পরিষ্কার হইত।'
এই খল অভিনেতা বলেন, 'আমার শরীর ঠিক নাই। ওপেন হার্ট সার্জারি করছি, কয়দিন আগে চক্ষু অপারেশন করাইলাম। এখন আর নির্বাচনের চিন্তা করি না। শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনই করব না। ভাবছিলাম সংসদ নির্বাচন করব, কিন্তু এখন আর কোনো পরিকল্পনা রাখি না। শরীর ভালো হইলেও নির্বাচন করব না। আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ১৯৫৮ সালের ১৫ জুন ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন মনোয়ার হোসেন ডিপজল। মনতাজুর রহমান আকবরের হাত ধরে তার চলচ্চিত্রে আগমন। তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী। ১৯৮৬ সালে ‘টাকার পাহাড়’ দিয়ে চলচ্চিত্রে আসেন তিনি। তার অভিনীত অনেক সিনেমাই পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা।
আরআইজে