অবনীর কণ্ঠে ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৭ পিএম


অবনীর কণ্ঠে ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অমর সৃষ্টি ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি’। এ পর্যন্ত গানটি বহুভাবে প্রকাশ্যে এসেছে। এবার একটু ভিন্ন আঙ্গিকে গানটিকে কণ্ঠে ধারণ করলেন গায়িকা অবনী। সম্প্রতি মিউজিক ভিডিওসহ গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি।

অবনী জানান, দুই বছর আগেই গানটি রেকর্ড করেছিলেন। কিন্তু করোনার কারণে ভিডিওর কাজ করতে পারেননি। গায়িকার ভাষ্য, ‘গানটি আমার খুব প্রিয়। তাই বিভিন্ন শিল্পী আগে কভার করে থাকলেও আমারও ইচ্ছে ছিল যে, একটু অন্যভাবে গানটিকে গাইবো। গানটিতে বিভিন্ন ধরণের বাদ্যযন্ত্র ব্যবহার করে ট্রেডিশনালের সাথে কিছুটা ফিউশন করার চেষ্টা করা হয়েছে, তবে এই ব্যাপারে আমরা কতটুকু সফল হয়েছি তা শ্ৰোতারা ভালো বলতে পারবেন।’

নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার সৌরভ চক্রবর্তী। ভিন্ন আঙ্গিকে সংগীতায়োজন করলেও গানটির মূল সুর ও কথা অক্ষুন্ন রাখার সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন অবনী। এর ভিডিও চিত্রায়িত হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। ভিডিওতে গায়িকা অবনী নিজেই অংশ নিয়েছেন।

কেআই

Link copied