ক্যাডবেরির এক বিজ্ঞাপনে ফিরল বহু পুরোনো স্মৃতি

নব্বইয়ের দশকে টেলিভিশন দেখার অভিজ্ঞতা, বিশেষ করে ভারতীয় চ্যানেল দূরদর্শন দেখার অভিজ্ঞতা যার রয়েছে ‘কুছ খাস হ্যায়... ’ সুরটা তার কাছে ভীষণ পরিচিত।
এটা আসলে ছিল ক্যাডবেরির একটা বিজ্ঞাপন। নামে বিজ্ঞাপন হলেও সেটি নিজেই যেন টেলিভিশনের বড় একটা জায়গা দখল করেছিল। মানুষের মুখে মুখে উঠেছিল সুর।
প্রায় তিন দশক পর নতুন মোড়কে পুরোনো সেই বিজ্ঞাপনই ফিরিয়ে এনেছে ক্যাডবেরি। নতুন বিজ্ঞাপনটিতে পুরোনো স্ক্রিপ্টের সঙ্গে রয়েছে পুরোনো গানের সুরও। কিন্তু দৃশ্যপটে রয়েছে সামান্য পরিবর্তন। তবে সামান্য ওই পরিবর্তন যেন নিঃশব্দ এক বিপ্লব।

পুরোনো বিজ্ঞাপনটিতে দেখা যায়- উত্তেজনায় টানটান ম্যাচে, শেষ বলের ছয়ে জয়ের স্বাদ। বাঁধভাঙা আনন্দে ডেইরি মিল্ক মুখে পুরে মাঠে ঢুকে পড়েন এক তরুণী। জড়িয়ে ধরেন ব্যাটসম্যান প্রেমিককে। আর নতুন বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে- পুরুষ ক্রিকেটারের বদলে মাঠে খেলছেন এক নারী ক্রিকেটার। টেনশনে নিশ্চুপ গ্যালারিতে উত্তেজনায় হাতে ধরা ক্যাডবেরিতে কামড় দিতেও ভুলে গিয়েছেন এক যুবক। বল বাউন্ডারি পার করতেই টেনশনের অবসান। আনন্দে লাফিয়ে ওঠে পুরো গ্যালারি। বাঁধভাঙা উচ্ছ্বাসে সব ভুলে ক্যাডবেরি মুখে পুরে সেই একই স্টেপে নাচতে নাচতে মাঠে ঢুকে পড়লেন সেই যুবক। হুবহু একই কায়দায় উচ্ছ্বাসে জড়িয়ে ধরলেন ব্যাটসম্যান প্রেমিকাকে।
বিজ্ঞাপনটি এমন এক সময়ের যখন ভারতে টিভি বলতে সরকারি চ্যানেল দূরদর্শনকেই বুঝতো মানুষ। কেবল টিভির নাম শুনতে তখনও কয়েক বছর বাকি। সেই সময় দূরদর্শনে দেখানো ক্রিকেট ম্যাচগুলোর সময় বিজ্ঞাপন বিরতিতে দেখা যেত ক্যাডবেরির সেই ‘কুছ খাস হ্যায়... ’
পুরোনোটির আদলে নতুন করে তৈরি করা বিজ্ঞাপনে কেউ ফিরে পেয়েছেন নব্বই দশকের পুরনো স্মৃতি, তো কারও কাছে লিঙ্গবৈষম্যকে ছুঁড়ে ফেলে জীবনের আসল স্বাদকে চেনানো এক মিষ্টি বিজ্ঞাপন হয়েছে নতুনটি।
এনএফ
