ফোক স্টেশনে আঁখি আলমগীর

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২১, ০৪:১১ পিএম


ফোক স্টেশনে আঁখি আলমগীর

প্রথমবারের মতো আরটিভির সংগীত প্ল্যাটফর্ম ‘ফোক স্টেশন’-এ গান করলেন জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। এই আয়োজনের সিজন-৪ এর দ্বিতীয় পর্বে শোনা যাবে তার কণ্ঠ। এরইমধ্যে অনুষ্ঠানটির রেকর্ডিং হয়ে গেছে।

এতে মোট ৬টি ফোক গান গেয়েছেন আঁখি। গানগুলো হলো-‘আইছে দামান সাহেব মিয়া’, ‘বসন্ত আসিল সখী’, ‘হায় বাঙালি’, ‘সাগর কূলের নাইয়া’, ‘হলুদ বাটো মেন্দি বাটো’ এবং ‘বন্ধু কাজল ভ্রোমরা রে’। 

নতুন করে গানগুলোর সংগীতায়োজন করেছেন জে কে মসলিশ। প্রযোজনায় রয়েছেন নূর হোসেন হীরা। আঁখি আলমগীরের গান নিয়ে এই পর্বটি প্রচার হবে আগামী ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১১ ২৫ মিনিটে। টিভিতে প্রচারের পর গানগুলো ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে উন্মুক্ত করা হবে।

আরআইজে

Link copied