‘সবাই আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন’

বেনজীর ইশরাত আঁখি র্যাম্প মডেলিং দিয়ে শোবিজে যাত্রা করেন ২০০৫ সালে। এরপর তিনি নাম লেখান উপস্থাপনায়। দেশের বিভিন্ন টিভি চ্যানেলে উপস্থাপনায় দেখা যায় তাকে। এই মাধ্যমে বেশ পরিচিতিও পান।
শোবিজে যাত্রা শুরুর এক যুগ পর ২০১৭ সালের আজকের দিনে (২৯ সেপ্টেম্বর) লন্ডন প্রবাসী নাজমুল হাসান তারেকের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তিনি। এর কিছু দিন পর চলে যান সেখানে।
লন্ডন থেকেই এবার এই মডেল-উপস্থাপিকা জানালেন, তিনি মা হতে যাচ্ছেন। বেনজীর জানান, চার মাস আগে প্রথম মা হওয়ার অস্তিত্ব টের পান তিনি। তবে পরিবারের বাইরে বিষয়টি তেমন কাউকে বলেননি।
বেনজীর তার ফেসবুকে লেখেন, ‘মাতৃত্ব ব্যাপারটা এখনো বুঝি নাই। কিন্তু খবরটা বলার পর সবাই এতো এতো ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছে! সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার অনাগত সন্তান আর আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ। আপনাদের এই ভালোবাসা আমি কখনো ভুলবো না।’
এদিকে বিয়ে বার্ষিকীর দিনে বেনজীর-তারেক দম্পতিকে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করছেন দুজনের বন্ধু-শুভাকাঙক্ষীরা।
উল্লেখ্য, গত বছর ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত গায়ক হাসিবের ‘তোমার কাছে থাকতে দিও’গানে সবশেষ মডেল হিসেবে দেখা গেছে বেনজীরকে।
আরআইজে