বলিউডে পা রাখছেন সাইফপুত্র ইব্রাহিম
সাইফ আলী খান বলিউডের অন্যতম অভিনেতা। তিনি অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় সিনেমায়। ইতোমধ্যে বলিউডে নাম লিখিয়েছেন তার মেয়ে সারা আলী খান। তিনি নিজের জায়গা গড়েও নিয়েছেন। এবার সাইফ ঘোষণা দিলেন, তার বড় ছেলে ইব্রাহিম খান পা রাখতে চলেছেন বলিউডে।
সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাইফ আলী জানিয়েছেন, ক্যামেরার সামনে নয়, ইব্রাহিম কাজ করবেন ক্যামেরার পেছনে। বর্তমানে ইব্রাহিম করণ জোহরকে অ্যাসিস্ট করছেন। অনেক অভিনেতাই ক্যামেরার সামনে আসার আগে ক্যামেরার পিছনের খুঁটিনাটি শিখেছেন সহকারী পরিচালক হিসেবে। সেই তালিকাতেই নাম লেখালেন সাইফের ছেলে।
বেশ কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে সাইফ আলী খান সন্তানদের নিয়ে নানা কথা শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন, ভ। আমার ছেলে ইব্রাহিম অভিনয়কে পেশা হিসেবে নিতে অনেকটাই তৈরি। আমি চাইব আমার সন্তানেরা সবাই এই পেশায় থাকুক।
এইচকে