ঢাকাই সিনেমায় নতুন জুটি নিরব ও পূজা

বড়পর্দায় জুটি হচ্ছেন নিরব হোসেন ও পূজা চেরি। নতুন এই সিনেমার নাম ‘ক্যাশ’। পরিচালনা করবেন সৈকত নাসির। সম্প্রতি এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
সিনেমার গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান। ৪ জানুয়ারি থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা যায়। চলতি সময়ে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
নায়িকা হিসেবে পূজার অভিষেকের বেশিদিন হয়নি। এরইমধ্যে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা তিনি। সিয়ামের সঙ্গে জুটি বেঁধে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমা দিয়ে তুমুল আলোচনায় আসেন। পাশাপাশি কলকাতার একক প্রযোজনায় দেখা গেছে তাকে। এছাড়াও অভিনয় করেছেন যৌথ প্রযোজনার সিনেমায়।
পড়াশোনার জন্য অভিনয়ে কিছুদিন বিরতি দেন পূজা। এরপর সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘জ্বিন’ সিনেমায়। এছাড়াও এবছর সিয়ামের সঙ্গে ‘শান’ সিনেমায় অভিনয় করেন।
অন্যদিকে নিরব একের পর এক ব্যস্ত আছেন সিনেমা নিয়ে। কিছুদিন আগে শেষ করলেন ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং। যেখানে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
এর আগে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ সিনেমায় অভিনয় করেন নিরব। যেখানে বুবলির সঙ্গে জুটি বাঁধেন। এবার প্রস্তুতি নিচ্ছেন ‘ক্যাশ’ নিয়ে।
এমআরএম