মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন তিশা

মুম্বাইয়ে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’র দৃশ্যধারণ শুরু হয়েছে। ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় শুটিং। শিল্পীরা একে একে সেখানে অংশ নিতে পাড়ি দিচ্ছেন মুম্বাইয়ে।
২৩ জানুয়ারি (শনিবার) সেই উদ্দেশ্যে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন নুসরাত ইমরোজ তিশা। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিংয়ের জন্য মুম্বাই যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে দেখা যাবে তিশাকে। সেই প্রস্তুতি এতদিন নিয়েছেন তিনি। এখন অপেক্ষা লাইট, ক্যামেরা, অ্যাকশনের। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া।
বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে জাতির পিতার এই বায়োপিক। টানা আড়াই মাস মুম্বাইয়ে ছবিটির শুটিং চলবে। এরপর বাকি অংশের শুটিং হবে বাংলাদেশে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।
এ সময়ের মধ্যে শুটিং শেষ করে মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালক শ্যাম বেনেগালের। সিনেমাটি বাংলাদেশে ও ভারত দুই দেশে মুক্তি দেওয়া হবে।
এই সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার ছোটবেলার চরিত্রে দীঘি, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দিন আহমেদের চরিত্রে ফেরদৌস, এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবুর অভিনয় করবেন।
এছাড়া আরও অভিনয় করবেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।
এমআরএম