দুই ছেলের সঙ্গে জমিয়ে কার্টুন দেখলেন কারিনা

দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গীরকে নিয়ে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সুখের সংসার। কারিনা যখন দুই ছেলের সঙ্গে একান্তে সময় কাটান, তখন তিনি বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন কারও সঙ্গেই যোগাযোগ করেন না। ভুলে যান নিজের কাজ-কর্মের কথাও।
টিভি-তে কার্টুন চলছে। মা তার দুই ছেলেকে নিয়ে জমিয়ে বসে কার্টুন উপভোগ করছেন। বহু পরিবারে এমন চিত্র প্রায়ই দেখা যায়। তবে নবাব পরিবারেও এমন দৃশ্য, হয়তো অনেকেই কল্পনা করতে পারেন না! কিন্তু কারিনা কাপুর তার দুই ছেলের সঙ্গে এ ভাবে বসেই কার্টুন দেখেন। এ ভাবেই তৈমুর আর জাহাঙ্গীরের হাত ধরে ফিরে যান শৈশবে।
কারিনা যখন তৈমুর এবং জাহাঙ্গীরের সঙ্গে যখন একান্তে সময় কাটান তখন নিজেও পুরো বাচ্চাদের মতো হয়ে যান। যেমনটা গত শনিবার হয়েছিলেন।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন কারিনা। সেই ছবিতে তার বেডরুমের টেলিভিশনে কার্টুন চলছে, সেটাই দেখা যাচ্ছে। কারিনা সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শনিবার রাতে আমি আর অন্য কিছুই করব না।’ টিভিতে কার্টুন চলছিল। আর কারিনা নিঃসন্দেহে সেটা ছেলেদের সঙ্গে উপভোগ করছিলেন।
উল্লেখ্য, কারিনার বড় ছেলে তৈমুরের বয়স ৪ বছর। গত ফেব্রুয়ারিতে জন্মেছেন দ্বিতীয় ছেলে জাহাঙ্গীর। কারিনা প্রায় সময়েই দুই ছেলে এবং স্বামী সইফ আলী খানকে নিয়ে নিজের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান। সেই সময়ে পাপারাৎজিরা তাদের ছবি তোলার জন্য হামলেও পড়েন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরআইজে