‘আমাকে নাচিয়ে ছেড়েছে’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৯ অক্টোবর ২০২১, ০৪:২৩ এএম


‘আমাকে নাচিয়ে ছেড়েছে’

স্বস্তিকা দত্তকে দর্শকের সিংহভাগ চেনে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের রাধিকা হিসেবে। নাচতে তিনি পারেন না। নাচতে যে বিশেষ ভালবাসেন, এমনও নয়। তবে এবার তিনি নাচলেন।

‘রাধিকা’ থেকে বেরিয়ে এবার তিনি নিজেকে নতুন আঙ্গিকে তুলে ধরলেন। কাজ করলেন গানের ভিডিওতে। অভিনেত্রী বললেন, প্রস্তাব পেয়েই না করে দেব ভেবেছিলাম। আসলে গানের ভিডিও বললেই প্রথম আইটেম গানের কথাই মাথায় আসে। কিন্তু কোন গানে কাজ করব, তা জানার পরে আর নিজেকে আটকাতে পারিনি।

অনেকটা উচ্ছ্বাস নিয়েই স্বস্তিকা বললেন, স্বপ্না চক্রবর্তীর ‘ঠাকুর জামাই এল বাড়িতে’ গানটিকে নতুনভাবে তুলে ধরা হবে। এমন গানে কাজ করার সুযোগ ছাড়ি কী করে!

গানের কিছু অংশের চিত্রায়ণ হয়েছে বিদেশে। স্বস্তিকা যদিও পুরো কাজটি সেরেছেন শহরেই। তিনি বলেন, সুদর্শন চক্রবর্তীর পরিচালনায় কাজ করলাম। আমার কাছে এটি বড় পাওনা। আমাকে কিন্তু নাচিয়ে ছেড়েছে। কথা শেষের আগেই হেসে ফেললেন স্বস্তিকা।

১৯ অক্টোবর রাত ৮টার দিকে গানটি মুক্তি পাবে ইউটিউবে। একে তো কখনও নাচ করেননি, প্রথমবারই শাড়িতে! বললেন, শাড়ি পরে আমি যদিও এক জায়গাতে দাঁড়িয়েই নেচে গিয়েছি।

আরএইচ

Link copied