নির্মাতা-অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২১ অক্টোবর ২০২১, ১০:৩৮ পিএম


নির্মাতা-অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন

দেশের স্বনামধন্য নির্মাতা, অভিনেতা ও নাট্যকার কায়েস চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান ।

বিষয়টি নিশ্চিত করে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর জানান, কায়েস চৌধুরী কিডনি রোগে ভুগছিলেন।

সাগর বলেন, মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাই কায়েস ভাইয়ের জন্য দোয়া করবেন। 

দীর্ঘদিন ধরেই একজন নির্মাতা ও অভিনেতা হিসেবে কাজ করছেন কায়েস চৌধুরী। একজন নাট্যকার হিসেবেও তিনি উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক।

আরএইচ

Link copied