তনুশ্রীই তবে জিতের সীতা?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২২ অক্টোবর ২০২১, ১০:২৯ এএম


তনুশ্রীই তবে জিতের সীতা?

এবার ‘রাবণ’ রূপে আসছেন জিৎ। ‘রাবণ’ সিনেমার পোস্টার সামনে আসার পর থেকেই দর্শকের মনে জেগেছে নানা কৌতূহল। লাল চোখ, ভ্রুর মাঝে কাটা দাগ, কুটিল হাসি, সব মিলিয়ে একেবারে নতুন লুকে দেখা গেছে এই অভিনেতাকে। 

এবার একে একে মিলছে নানা প্রশ্নের উত্তর। ‘রাবণ’ সিনেমায় জিৎ ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। এছাড়া রয়েছেন নবাগতা লহমা ভট্টাচার্য। এর আগে বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। 

এমএন রাজের পরিচালনায় ও জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানির প্রযোজনায় আসছে এই অ্যাকশনধর্মী ছবি। 

Dhaka Post

বৃহস্পতিবার (২১ অক্টোবর) হয়ে গেল ‘রাবণ’-এর শুভ মহরত। শুক্রবার থেকেই কাজ শুরু হচ্ছে এই ছবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ মহরতের ছবি শেয়ার করেছেন ছবির কলাকুশলীরা। 

এর আগে পাভেল পরিচালিত ‘অসুর’ ছবিতে ভিন্ন লুকে দেখা গিয়েছিল জিতকে। ‘রাবণ’ ছবিতেও তার লুক ইতিমধ্যেই আলোচনায়।

এইচকে

Link copied