নাচতে বাধ্য করল কে, জানালেন আনুশকা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৯ অক্টোবর ২০২১, ১১:০১ এএম


নাচতে বাধ্য করল কে, জানালেন আনুশকা

নাচতে বাধ্য করা হয়েছে বলিউডের বিউটি কুইন আনুশকাকে! হ্যাঁ, এ কথা নিজেই জানিয়েছেন আনুশকা। সেই সাথে শেয়ার করেছেন একটি মনমাতানো নাচের ভিডিও। 

সেই ভিডিওতে র‍্যাপার বাদশার নতুন গান ‘জুগনু’র তালে তালে নাচতে দেখা গেছে অভিনেত্রী আনুশকা শর্মাকে। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করতে না করতেই ভাইরাল হয়েছে। 

Dhaka Post

কিন্তু কে তাকে নাচতে বাধ্য করল? সেই উত্তরও দিয়েছেন আনুশকা। সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জুগনু আমাকে নাচতে বাধ্য করল।’ 

Dhaka Post

ভিডিওতে ডেনিম জিনস পরা আনুশকা গানের তালে তালে কোমর দুলিয়ে নেচে মন জয় করেছেন ভক্তদের। কমেন্টে অনুরাগীরা ভরিয়ে দিয়েছে ভালোবাসায়। তার নাচের প্রশংসা চলছে তো চলছেই। 

এইচকে

Link copied